পাকিস্তানের ১২টি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) সম্প্রতি পাকিস্তানের ১২টি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই সমঝোতার মাধ্যমে উচ্চশিক্ষা, গবেষণা, ফ্যাকাল্টি ও স্টুডেন্ট এক্সচেঞ্জ, যৌথ সেমিনার এবং একাডেমিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
IIUC সবসময়ই আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি এই ধরণের পারস্পরিক সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক প্ল্যাটফর্মে বিচরণের সুযোগ তৈরি করবে।
উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো হলো-
লাহোর ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি, ফয়সালাবাদ ইউনিভার্সিটি, ইসলামাবাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কম্পিউটার এন্ড ইমার্জিং সায়েন্সেস ও কমস্যাট্স ইউনিভার্সিটি, সুপিরিয়র ইউনিভার্সিটি, লাহোর, পেশওয়ার ইউনিভার্সিটি, গ্রীন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সারগোধা ইউনিভার্সিটি।